নিউজ ডেস্ক : দীর্ঘ ২৮ বছরের অবসান। অবশেষে বাবরি মসজিদের রায় জানিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। বাবরি মামলার দু হাজার পাতার রায় শোনাচ্ছেন বিচারপতি।
জানা গিয়েছে, অভিযুক্ত ৩২ জন হাজিরায় রয়েছেন। এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির রয়েছেন উমা ভারতীর, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশ।
আরও পড়ুন … আবারো করোনার থাবা টলিপাড়ায়, জেনে নিন এবার কার শরীরে করোনার সংক্রমণ মিলল..
এখনো পর্যন্ত জানা গিয়েছে, অপরাধমূলক ষড়যন্তের সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। এবং অভিযুক্ত সকলকে বেকসুর ঘোষণা করা হয়েছে।