শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যুবকদের বিরুদ্ধে

শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যুবকদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বহিরাগত শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত গ্রাফাইট ইন্ডিয়া নামক  বেসরকারি কারখানায় ।

সুত্রের খবর,শ্রমিকরা কারখানায় কাজ করতে এলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবকরা দলীয় পতাকা নিয়ে তাঁদের কারখানায় ঢুকতে বাঁধা দেয়। ফিরিয়ে দেওয়া হয় প্রায় ২৫০ জন বহিরাগত শ্রমিকদের।ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা ও কারখানার স্থায়ী শ্রমিক বাসুদেব ক্ষেত্রপাল বলেন,২০১৬ সালে প্রায় ৮২০ জন অস্থায়ী শ্রমিক ছিলেন এই কারখানায়। তাদের মধ্যো ৭৪ জনকে স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন … বেহালায় প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি প্রেমের ফাঁদ  

বাসুদেব ক্ষেত্রপালের দাবি, নেতারা টাকা নিয়ে নিজেদের আত্নীয় দের কারখানার কাজে নিযুক্ত করেন। ২০১৩ সালের পর কোন অস্থায়ী শ্রমিক নিয়োগ হয়নি। তাই যাদের কোন পাশ নেই, ভিন রাজ্য থেকে এসেছেন এবং নেতাদের সাহায্যে এই কারখানায় এতদিন ধরে কাজ করছিলেন সেই বহিরাগতদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। উৎপাদন ব্যাহত না করে এইভাবে টানা আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top