মদ্যপ অবস্থায় দুই যুবতি পুলিশের গাড়ির উপরে বসে পুলিশকেই অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে শুরু করে। এমন দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে আসানসোলের ফতেহপুরের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই যুবতিই লছিপুর রেড লাইট এলাকার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফতেহপুরের একটি বারে দুজন যুবতী মদ্যপান করেন। এরপরে নিজেদের আর সামলাতে না পেরে এমন হৈচৈ সৃষ্টি করে যে তাঁদেরকে নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ এসেও অসহায় হয়ে পড়েন।
আরও পড়ুন …শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যুবকদের বিরুদ্ধে
এই পরিস্থিতি টানা গভীর রাত পর্যন্ত চললে সবশেষে মহিলা পুলিশ এসে উভয়কেই নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।