আবারও জঙ্গি কান্ডে মুর্শিদাবাদে তল্লাশি অভিযান এন.আই.এ। এর আগে আল-কায়েদার সঙ্গে যোগাযোগ সংযোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল লিয়ান আহমেদ কে।বুধবার সকালে তার বাড়িতে আবার তল্লাশির চালালেন কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা এনআইএর ।
সুত্রের খবর, মঙ্গলবার দুপুরে লিয়ান আহমেদের বাড়িতে টানা তল্লাশি চালানর পরে আবারও আজকে অর্থাৎ বুধবার সকালে তাঁর বাড়িতে টানা ৪০ মিনিট ধরে তল্লাশি চালানো হয়েছিল।
আরও পড়ুন …মদ্যপ অবস্থায় দুই যুবতীর পুলিশের গাড়ির উপরে উঠে তাণ্ডব
তবে দীর্ঘ এই তল্লাশির পরেও এনা আই এর হাতে কোন প্রমাণই মেলেনি বলে দাবি করেছে লিয়ান আহমেদের পরিবার।