রাজ্য জুড়ে চলছে করোনা আবহ। লকডাউন কাটিয়ে আনলক পর্বেও মানুষের আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তারই মাঝে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসব ছোট করে হলেও সর্বত্রই পালন করা হচ্ছে। শিলিগুড়ির কুমোরটুলিতে ও দেখা গেল চরম ব্যস্ততার ছবি।
শুরু হয়ে গিয়েছে তোরজোড়। তারই প্রস্তুতি চলছে জোড় কদমে। যদিও করোনা আবহে কারিগর পাওয়া যাচ্ছে না এবং প্রতিমা নির্মাণের বাজেটেও উদ্যোক্তারা বেশকিছু কাটছাট করেছে। মৃৎশিল্পীদের বক্তব্য তাদের জীবিকা নির্বাহ করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। তবে তাদের কথাবার্তাতে ধরা পড়ল দুর্গোৎসবের মূর্তি তৈরি করে কিছুটা হলেও তারা তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে।
আরও পড়ুন… জঙ্গি কান্ডে ফের মুর্শিদাবাদে তল্লাশি অভিযান এন.আই.এর
তবে মূর্তি তৈরিতে বাইরের কারিগররা করোণা আবহে আসতে না পারার কারনে মূর্তি তৈরী করতে নাভিশ্বাস ওঠার উপক্রম। বিগত বছরগুলির মতো এ বছরও শিলিগুড়ির প্রায় কোনো উদ্যোক্তারাই দুর্গাপুজো করা থেকে বিরত থাকছে না। কোন কোন ক্লাব বড় করেও দুর্গোৎসব পালন করবে। তাই নাওয়া খাওয়া ভুলে আর্থিক দুরাবস্ত কাটিয়ে ফের মুল স্রোতে ঘুরে দাড়াবার লক্ষ্যে তারই প্রস্তুতি চলছে শিলিগুড়ি কুমোরটুলিতে।