নয়াদিল্লি, ১ অক্টোবর , ২০২০, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী ১৫ই অক্টোবর থেকে খুলছে সিনেমা-থিয়েটার-মাল্টিপ্লেক্স। তবে, সেক্ষেত্রে দর্শকদের জন্য ৫০ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য স্যুইমিং পুল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে হবে।
বিনোদন পার্ক এবং এই জাতীয় অন্য জায়গাগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানেও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে হবে। ব্যবসায়িক প্রদর্শনীগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেখানেও বাণিজ্য মন্ত্রকের সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলতে হবে।
স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং কেন্দ্রগুলি খোলার বিষয় ১৫ অক্টোবরের পরে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। স্কুল এবং প্রতিষ্ঠানের পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন… এক বছরের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে এসজেভিএন চুক্তি স্বাক্ষর
সামাজিক, শিক্ষা সংক্রান্ত বিষয় , ক্রীড়া, বিনোদন , সংস্কৃতি , ধর্মীয় অনুষ্ঠান , রাজনৈতিক কর্মসূচি এবং অন্যান্য সমস্ত জমায়েতগুলির ক্ষেত্রে কন্টেনমেন্ট এলাকার বাইরে সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে করার অনুমতি দেওয়া ইতিমধ্যেই হয়েছে। তবে সে ক্ষেত্রেও কেন্দ্রের নির্দেশ মতন সমস্ত গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশনটির ব্যবহার বজায় রাখার জন্য সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে।