নিজস্ব সংবাদদাতা, লেকটাউন, ১ অক্টোবর,২০২০, সল্টলেকের পর এবার লেকটাউন। আবার কলকাতার রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুল বাসে উঠে পরায় এমন পরিস্থিতির স্বীকার। তবে এবার ফেসবুক লাইভ এর সাহায্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ ধৃত ওই বাক্তিকে বিধান নগর আদালতে পেশ করা হয়েছে।
গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যে বেলায় এয়ারপোর্ট থেকে ৪৫ নম্বর রুট বাসে চড়েছিলেন এক মহিলা। তার গন্তব্য ছিল কলকাতার গাঙ্গুলিবাগান তবে পরে ওই ভদ্রমহিলা জানতে পারেন যে বাস টি তার গন্তব্যে যাবে না তাই তিনি লেকটাউন পিএস এলাকার দক্ষিণদারী বাসস্ট্যান্ডে নেমে যান এবং অন্য কোনও যানবাহনের জন্য বাসস্টপে অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পরে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে এসে তার প্রতি কুৎসিত মন্তব্য করতে শুরু করে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। ভদ্রমহিলা তৎক্ষণাৎ ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি ক্যাপচার করেন এবং তার টাইমলাইনে পোস্ট করেন।
আরও পড়ুন…মেয়েদের সুরক্ষায় শুক্লার সাইকেল মিছিল
এটি দেখার পরে বিধান নগর পুলিশ তাত্ক্ষণিকভাবে তার অভিযোগের উপর একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করে। বিধান নগর পুলিশ কেসটি তদন্ত শুরু করে এবং গোয়েন্দা বিভাগের মনিটরিং সেল প্রযুক্তিগত সাহায্য নিয়ে এগোতে থাকে | অবশেষে , গত ৩০ শে সেপ্টেম্বর ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।