নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ১ অক্টোবর,২০২০, নকল ডলার দিয়ে আসল টাকা নিতো, আবার কখনো দামি রঙ মিশিয়ে নতুন টাকা তৈরি করতো। এভাবেই জাল নোটের ব্যাবসা চলে আসছিল। তবে শেষমেশ গ্রেফতার করা হয় ওই দুই ব্যাক্তিকে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের নিউটাউনে।
সাদা কাগজে রং করে তার ওপর আর একটি সাদা কাগজে মুড়ে হাতের তালুতে রেখে ঘোড়ালেই নাকি হয়ে যাচ্ছে আর একটি নোট।আর সেই রং কিনতে গেলে দিতে হবে লাখ টাকা।এই ভাবে মানুষকে ঠকিয়ে আসছিল দুই প্রতারক।শুধু তাই নয় ডলার ভাঙিয়ে দেওয়ার নাম করে ও প্রতারণা করতো তারা।অবশেষে নিউটাউনে এসে ধরা পড়ে গেলো দুই প্রতারক।তাদের তারুলিয়া এলাকা থেকে ধরা হয়।
এদের নাম দেবাশীষ মন্ডল সৌরভ মল্লিক ।এদের কাছ থেকে উদ্ধার হয় ৮ টি বিভিন্ন কালারের ছোট বোতল, একটি ছোট স্প্রিটের বোতল,৩ টি ১০০ডলারের কালার জেরক্স নোট, দুই বান্ডিল ১০০০ টাকার মাপের কাগজ।দুটি পদ্ধতির মধ্যে দিয়ে তারা এই জাল নোটের ব্যাবসা করতো। টাকা দিয়ে নতুন টাকা তৈরি করা।নানা রকম রং মিশিয়ে।সেই রং লাখ টাকায় বিক্রি করার নামে প্রতারণা।
আরও পড়ুন…সল্টলেকের পর লেকটাউন, আবারও কলকাতায় শ্লীলতাহানি
দ্বিতীয়টি হল ডলার ভাঙনোর নাম করে প্রতারণা,প্রতারকরা তাদের সমস্যার কথা বলে মানুষের কাছে বলতো তার কাছে কিছু ডলার আছে সেটি ভাঙাতে চায় অল্প টাকার বিনিময়ে।কেউ রাজি হয়ে গেলে তাদের জেরক্স করা ডলার দিয়ে টাকা নিয়ে ডলার নিয়ে আসার নাম করে পালিয়ে যেত।