নিউজ ডেস্ক, ১ অক্টোবর,২০২০, কিছুক্ষণ পরেই মাঠে নামছে মুম্বই- পাঞ্জাব।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজকের ম্যাচে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ানস। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু হবে খেলা।
দুটি দলই এখন পর্যন্ত তিনটে করে ম্যাচ খেলেছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। আর দুটি করে ম্যাচ হেরেছে। মুম্বই হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে।
Another big game on the cards as @lionsdenkxip take on @mipaltan at the Sheikh Zayed Stadium in Abu Dhabi.@ameyatilak writes – https://t.co/IugucmwRaG #Dream11IPL #KXIPvMI pic.twitter.com/cca48HMTZo
— IndianPremierLeague (@IPL) October 1, 2020
অন্যদিকে, পঞ্জাব তাদের শেষ ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে। তবে আজকের ম্যাচে জিতে কে এগিয়ে যাবে তা জানা যাবে আর কিছু ঘণ্টা পরেই। রবি বিষ্ণোই, মহম্মদ শামিরা বল হাতে পঞ্জাবকে ভরসা দিচ্ছেন।
আরও পড়ুন…খুলছে সিনেমা-থিয়েটার-মাল্টিপ্লেক্স
অন্যদিকে মুম্বই রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং আগের ম্যাচে খেলা ঈশান কিশানের দিকে বড় রানের জন্য তাকিয়ে থাকবে।অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে টানটান খেলা হতে চলেছে।