নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১ অক্টোবর,২০২০, ফারাক্কা ব্যারেজের গঙ্গা পাড়ে রাস্তায় হঠাৎ করে ধস নামায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করেই রাস্তায় এমন ধস নামায় যান যন্ত্রণার স্বীকার হয়েছেন এলাকাবাসীরা। যদিও এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
সূত্রের খবর, বুধবার রাতে শুরু হয়েছে এই ধস আর যার জেরে একটি প্রাচীর রাস্তাতেই পড়ে গেছে। দূর্ঘটনা এরাতে ব্যারেজের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। বন্ধ রয়েছে যানচলাচল।
ব্যারেজ কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,অতি শীঘ্রই রাস্তা মেরামতের কাজ করে পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন…মুখ্যমন্ত্রীর ডাকে পথশ্রী অভিযান কর্মসূচি
ঘটনাস্থলে ফারাক্কা ব্যারেজের একাধিক আধিকারিক পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।