নিউজ ডেস্ক, ১ অক্টোবর,২০২০,নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গাঁজা সেবন করতেন। সেই কথা নিজেই স্বীকার করেছেন। দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় এই কথা স্বীকার করে নিয়েছেন, তিনি এক সময় গাঁজা সেবন করতেন। কিন্তু এখন আর করেন না।
তবে প্রধানমন্ত্রীর এই রকম স্বীকারোক্তিকে অনেকেই স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, ১৭ অক্টোবর করোনা আবহেই নিউ জিল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নিউ জিল্যান্ডে গাঁজার বৈধতা নিয়েও গণভোটের আয়োজন করা হয়েছে।জাতীয় নির্বাচন উপলক্ষে এদিন একটি তর্ক-বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেসিন্ডা। ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনসের মুখোমুখি দাঁড়িয়ে আধ ঘণ্টা তর্ক-বিতর্কে অংশ নিয়েছেন তিনি।
আরও পড়ুন…১০ বছরের জেল হওয়ার সম্ভবনা রিয়ার, বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো চরস
আর তখনই প্রসঙ্গ ওঠায় তিনি স্বীকার করেন, এক সময় গাঁজা সেবন করেছেন তিনি। ভোটের আগে এরকম স্বীকারোক্তি আদৌ কি ভোটের ফলে কোন প্রভাব ফেলবে সেই প্রশ্নই তুলছেন অনেকে।