নিউজ ডেস্ক, ২ অক্টোবর, ২০২০ : করোনার জেরে দীর্ঘ লকডাউনের ফলে কর্মহারা হয়েছেন বহু মানুষ। কিন্তু লকডাউন শিথিল হতে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। তারমধ্যে সামনেই পুজোর মরসুম। খরচের তালিকা অনেক বেশি। এর মধ্যে যদিও স্বস্তির খবর হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সেক্ষেতেও কি কি বদল আনা হয়েছে একনজরে জেনে নেব ।
সর্বশেষ জুলাই মাসে দাম বেড়েছিল রান্নার গ্যাসের।তবে, এবার সেই দামে কিছুটা বদল আনা হয়েছে।যেমন, দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির করা হয়েছে৷ তবে যাঁরা ১৯ কিলোগ্রামের সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সেই সমস্ত সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২ টাকা ৷১৪ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বাড়নো হয়েছিল ৪ টাকা। অন্যদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছিল ১১.৫০ টাকা বেড়েছিল ৷ আগস্ট সেপ্টেম্বরে গ্যাসের যা দাম ধার্য করা হয়েছিল। অক্টোবরেও তাই রাখা হয়েছে। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১২২০ টাকা হয়েছে ৷অর্থাৎ প্রতি সিলিন্ডারে ২৪ টাকা দাম বেড়েছে ৷
আরও পড়ুন…মুসলমানকে বাদ দিলে বাংলা বাঁচবে না ! মন্তব্য সিদ্দিকুল্লা চৌধুরীর
চেন্নাইয়ে ১৯ কিলোগ্রাম এলপিজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ১২৭৬ টাকা৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১৬৬ টাকা৷ মু্ম্বইয়ে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১১১৩.৫০ টাকা।