নিউজ ডেস্ক, কলকাতা, ২ অক্টোবর, ২০২০ : করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা। নিজেই ফেসবুকে তাঁর আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেছেন। এর আগেই বিজেপি নেতা বলেছিলেন তিনি করোনা আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এমনই বিতর্কিত মন্তব্য করার জন্য অনুপম হাজরার নামে এফাআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।
যদিও এফআইআরের পাল্টা হুমকি বিজেপি নেতা নিজেই দিয়েছেন। ফেসবুক পোস্টে লিখেছেন, কয়েক মাস গেলেই মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে। উল্লেখ্য, বিশাল এক বাইক মিছিলের আয়োজন করে গত রবিবার বারুইপুরে দলের এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
আরও পড়ুন… রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে রঘুনাথগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ মিছিল
সেখানে তিনি বলেছিলেন, করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।এবং এই ভাইরাসের বিরুদ্ধে বিজেপির কর্মীরা লড়াই করছেন। এবং তিনি যদি করোনা আক্রান্ত হন তাহলে মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন।