নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,২ অক্টোবর,২০২০ :আজ ২অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস। সেই উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকার।
অনুষ্ঠানে তাঁর সাথে উপস্থিত ছিলেন, ফিরাদ হাকিম, আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানে রাজ্যপাল সস্ত্রীক সূত্র যঙ্গেও অংশ নিয়েছিলেন। পরিবেশিত হয়েছে রামধূন। করোনা জনিত কারণে দর্শকদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল।
আরও পড়ুন… করোনা হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন বলে নিজেই আক্রান্ত হলেন অনুপম হাজরা
শ্রদ্ধা নিবেদন করার পর রাজ্যপাল সাংবাদিকদের জানিয়েছেন, মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে। দেশে কোনো নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গল জনক নয় বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।