নিজস্ব সংবাদদাতা, উত্তর প্রদেশ, ২ অক্টোবর,২০২০ : রাহুল গান্ধীর পরে এবার তৃনমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে হাতরাসে ঢুকতে দিল না যোগী সরকার। মাঝ রাস্তাতেই রাস্তা আটকাল পুলিশ।পুলিশের সাথে ধ্বস্তাধস্তির ছবিও ধরা পড়েছে।মাটিতে লুটিয়ে পরে গেলেন তৃনমূল সাংসাদ। ডেরেক ও ব্রায়েনের সাথে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর , এবং প্রতিমা মন্ডল
কালকের ঘটনার পর এবার হাথরসের আঁচ এসে পড়েছে দিল্লিতে। মাঝ রাস্তায় পথ আটকানো নিয়ে রাস্তায় বসে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছেন ডেরেক ও ব্রায়েন। পুলিসের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তির ছবিও ধরা পড়েছে। পুলিসের ধাক্কায় লুটিয়ে পড়েছেন তৃণমূল প্রতিনিধি ডেরেক। দফায় দফায় বিক্ষোভের ফলে ইন্ডিয়া গেটে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্ডিয়া গেটের সামনে জমায়েত যাতে না হয় তার জন্য সক্রিয় দিল্লি পুলিশ।
আরও পড়ুন… রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল
উল্লেখ্য, হাথরসের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের উল্লেখ করা হয়নি। কেন রিপোর্টে ধর্ষণের উল্লেখ করা হল না? তাহলে কি এই ঘটনার সাথে যোগী সরকারের কোন যোগ রয়েছে? সেই প্রশ্নই তুলছনে বিরোধী নেতারা।