নিজস্ব সংবাদদাতা, লেকটাউন,২ অক্টোবর,২০২০ : মোবাইলের টাওয়ার বসানো ও চাকরি দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনায় লেকটাউন থেকে চার প্রতারককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লেকটাউনের বাঙ্গুর এভানিউতে অফিস খুলে চাকরি দেওয়া ও বিভিন্ন মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে বহু মানুষের থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন ব্যাবসা চালাচ্ছিল ওই দুই ব্যাক্তি।
আরও পড়ুন…এবার ডেরেক ও ব্রায়েনকেও হাতরাসে ঢুকতে দিল না যোগী সরকার
ঘটনায় অনেকে চাকরি না পেয়ে লাখ টাকা চলে যাওয়ার লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেই পুলিশ তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে ।