নিজস্ব সংবাদদাতা, উত্তর প্রদেশ, ২ অক্টোবর, ২০২০ : কৃষি আইনের সমর্থন ও ৮ অক্টোবর নবান্ন অভিযানের প্রচারে কলকাতায় বাইক মিছিল করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মিছিলকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
একাধিক জায়গায় মিছিল আটকাল পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তির ছবিও ধরা পড়েছে। জানা গিয়েছে, পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় বিজেপি কর্মীদের। বেলেঘাটায় মিছিল ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ।বাইপাসের ধারে পাঁচতারা হোটেলের সামনে থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ইএম বাইপাস থেকে শুরু হয় মিছিল। পুলিশ বেলেঘাটায় বাইক মিছিল আটকালে তৈরি হয় উত্তেজনা।
আরও পড়ুন…বহরমপুরে পোড়ানো হল যোগী আদিত্যনাথের কুশপুতুল
বিজেপি কর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। এরপর দফায় দফায় মিছিল আটকায় পুলিশ।এই মিছিল হাতিবাগান হয়ে লকগেট উড়ালপুলে মিছিল শেষ হওয়ার কথা।