কলকাতা, ২ অক্টোবর ২০২০ঃ নাবার্ডের তরফ থেকে স্বাস্থ্য বিধান সংক্রান্ত সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্য বিধি এবং বিধান প্রত্যেক মানুষ ও সম্প্রদায়ের মেনে চলা প্রয়োজন।
সুস্বাস্থ্য এবং মূল্যবান জীবনের সুরক্ষার জন্য করোনা মহামারীর ফলে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতাকে মেনে চলার উদ্দেশ্যে নাবার্ড গ্রামাঞ্চলে ৩ কোটি ২৯ লক্ষ শৌচাগার নির্মাণের জন্য ১৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। ইতিমধ্যেই ১২ হাজার ২৯৮ কোটি টাকা বন্টন করা হয়েছে। এর সাহায্যে কর্মসূচী রূপায়নের মধ্য দিয়ে দেশ খোলা স্থানে শৌচকর্ম মুক্ত বলে ঘোষণা করা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে স্বাস্থ্য বিধি সংক্রান্ত যথাযথ সচেতনতা নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিধানের লক্ষ্যগুলি পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন…গান্ধী জয়ন্তী পালন বাংলার বিভিন্ন প্রান্তরে…
এরজন্য নাবার্ড দেশজুড়ে স্বাস্থ্য বিধান সংক্রান্ত সচেতনতা কর্মসূচি শুরু করেছে। জল, স্বাস্থ্য বিধান ও স্বাস্থ্যবিধি- ‘ওয়াশ’ কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য নাবার্ড গ্রামাঞ্চলে তার অংশীদারদের সঙ্গে এই প্রকল্প এগিয়ে নিয়ে চলেছে।