সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উঁচুতে অটল টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর

সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উঁচুতে অটল টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৩  অক্টোবর, ২০২০ : বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হিমাচল প্রদেশের রোটাংয়ে এই অটল টানেলের উদ্বোধন করা হয়েছে। মানালি থেকে লেহকে সংযুক্ত করবে এই টানেল।

এই টানেলের ফলে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে বলে জানা গিয়েছে। এর ফলে যাতায়াতের সময় কমবে চার থেকে পাঁচ ঘণ্টা কমে যাবে। বিশেষজ্ঞের মতে, এই টানেল পরিবহণের খরচ কমিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উচ্চতায় এটিই বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এই টানেল প্রায় ৮.৮ কিলোমিটার দীর্ঘ। যা বিশ্বের অন্যতম দীর্ঘ হাইওয়ে টানেলের শিরোপা পেতে চলেছে। এই প্রকল্পের বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,২০০ কোটি টাকা। সুড়ঙ্গের ভিতরে দুই লেনের রাস্তা, এছাড়াও দুই দিকে রয়েছে ফুটপাত। সুড়ঙ্গের ভিতরে থাকা ফুটপাতগুলি একটা দিকে চওড়ায় ৮ মিটার, অন্যদিকে ১ মিটার। সুড়ঙ্গের ভিতরে গাড়ির সর্বোচ্চ গতি নিয়ন্ত্রন করা হয়েছে ঘণ্টায় ৮০ কিলোমিটার। টানেলে সারা দিনে ৩০০০ গাড়ি এবং ১৫০০ ট্রাক যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছে। সুড়ঙ্গের ভিতরে প্রতি ১৫০ মিটার অন্তর টেলিফোন রাখা রয়েছে এমার্জেন্সি কলের জন্য। গোটা টানেল জুড়ে রয়েছে অগ্নিনির্বাপনের জন্য জলের পাইপ লাইন।

আরও পড়ুন…বাংলায় করোনা সংক্রমণ ২ লক্ষ্য ৬৩ হাজার ৬৩৪

সুড়ঙ্গের ভিতরে প্রতি ২৫০ মিটার অন্তর রয়েছে সিসিটিভি ক্যামেরা। অত্যন্ত আধুনিক পর্যায় ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই টানেল তৈরি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top