এবারে দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ মল্লিক বাড়ির পুজো

এবারে দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ মল্লিক বাড়ির পুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কলকাতা, ৩ অক্টোবর,২০২০ : করোনার জন্য ভীর এড়াতে এই বছর দর্শনার্থীদের জন্য দুর্গা পুজতে বন্ধ রাখা হয়েছে মল্লিক বারির পুজো।

নিজের সোশ্যাল মিডিয়ার পেজে মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন এবারে পুজো শুধু পরিবারের সদস্যদের জন্যেই খোলা থাকছে।প্রতিবারের মতন এবারে আর সাধারণ দর্শনার্থীরা মল্লিক বাড়িতে ঢুকে মায়ের দর্শনের সুযোগ পাবেন না।অভিনেত্রী এও লেখেন, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে গেলে আগামী বছর আগের মতোন পুজো দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।উল্লেখ্য, প্রতি বছরই মল্লিক বাড়িতে মেয়ে কোয়েল মল্লিককে তাঁর বাবা রঞ্জিত মল্লিকের সাথে একসঙ্গে পুজোর কটা দিন হইহুল্লোর করতে দেখা যায়। দর্শকদের জন্যও খোলা থাকে রাজবাড়ীর দরজা। কিন্তু এই বছর করোনা সংক্রমণে সেই পুজো খুব ছোট করেই হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। যদিও করোনা সংক্রমণের থাবা কিছুদিন আগেই সদ্য মা হওয়া কোয়েল সহ মল্লিক বারির সকলের উপরেই বসিয়েছিল।

আরও পড়ুন…অর্পিতা চ্যাটার্জি জন্মদিনের ভিডিও নিজেই শেয়ার করলেন

এখন সকলে সুস্থ হলেও পুজোতে ভীর থেকে বিরত থাকছেন বলেই মনে করছেন অনেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top