নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ৩ অক্টোবর, ২০২০ :কৃষি বিল সমর্থনে আজ সকালে সল্টলেক পিএনবি মোড় থেকে বিজেপির এক্তি মিছিল বেড়িয়েছিল।কিন্তু, মিছিল কিছুদূর এগোতেই তা আটকে দেয় পুলিশ।আটক করা হয় বিজেপি কর্মীদেরও ।
২০১৫ সালের আজকের দিনে পৌর নিগম নির্বাচনে যে সন্ত্রাস চলেছিল তার প্রতিবাদে এবং কৃষি বিল সমর্থনে আজ পিএনবি মোড় থেকে বিজেপি একটি মিছিল শুরু করে।মিছিল শুরুর আগেই এই মিছিলে যোগদান দিতে এসেছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।যদিও মিছিল শুরু হওয়ার পর আর দেখা যায় নি তাঁকে।মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতৃত্বরাই।
আরও পড়ুন…আবারও ধর্ষনের অভিযোগ উঠল খোদ উঃ ২৪ পরগনায়
মিছিল পিএনবি মোড় থেকে বেরিয়ে কিছুদূর যেতেই আটকে দেয় পুলিশ। সুত্রের খবর সেখান থেকেই পুলিশ বিজেপি কর্মী ও নেতাদের আটক করেছে।