নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩ অক্টোবর, ২০২০: নাবালিকার বিয়ে রুখল পুলিশ । ১৬ বছর বয়সের এক নাবালিকাকে জোর করে বিয়ে দিতে ছাইছিল বাড়ি থেকে। কিন্তু সেই সাহসী মেয়ে নিজেই পুলিশকে ফোন করে জানায় সে বিয়ে করতে চায় না
তারপরই প্রশাশনের তরফ থেকে আটকান হয় ওই বিয়ে। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নূতন মদনপুর এলাকায়।এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। সে আরো পড়াশোনা করতে চাই এখন সে চায় না বিয়ে করতে এই আরজি প্রশাসনের কাছে পৌঁছনোর পর পরই তড়িঘড়ি পুলিশ প্রশাসনের সাথে সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ওই ছাত্রীর কাছে পৌঁছে তার বিয়ে রক্ষার ব্যবস্থা নেয়।
আরও পড়ুন…বিজেপি হচ্ছে দেশের লজ্জা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাড়ির লোকেদের কে পুলিশ জানিয়েছে নাবালিকার বিয়ে দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। এবং প্রশাসন ওই ছাত্রীকে আগামীতে পড়াশুনোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।