নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩ অক্টোবর, ২০২০ঃ হাতরস কাণ্ড নিয়ে আবারো উত্তপ্ত বহরমপুর। এবার পোড়ানো হল মোদী ও যোগীর কুশপুতুল। উত্তরপ্রদেশে হাতরাসের প্রতিবাদে তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান আজ সকালে একটি প্রতিবাদ মিছিল করেছেন।
সেখানেই পোড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের কুশপুতুল।প্রতিবাদ মিছিলের পরেই বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার চারজন কডিনেটর অরিত মজুমদার,খলিলুর রহমান অশোক দাস এছাড়াও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার।
আরও পড়ুন…কৃষি বিলের সমর্থনে আবারো পথে দিলীপ ঘোষ
উত্তরপ্রদেশ বিজেপি সরকার সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে আসল ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন আবু তাহের খান।