কার্তিকের ভুল সিদ্ধান্তই কি হারাচ্ছে দলকে

কার্তিকের ভুল সিদ্ধান্তই কি হারাচ্ছে দলকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৪ অক্টোবর,২০২০: দাবিতেএবারে কেকেআর টিম আগের থেকে শক্তিশালী হলেও বার বার ই তাঁরা নিজের সেরা পারফরম্যান্স দেখাতে অক্ষম হচ্ছেন।
অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে তাঁকে অপসারণের দাবি তুলে টুইটারে #NotMyCaptain লিখছেন সমর্থকরা। কার্তিক কে সরিয়ে বিশ্বসেরা অধিনায়ক ইয়ন মর্গ্যান কে অধিনায়ক করার দাবি জানিয়েছে ক্রিকেট সমর্থকরা। গতবছর ও কার্তিকের পারফরম্যান্স সমর্থকদের ভাবিয়ে তুলেছিল। তবে এতো তাড়াতাড়ি অধিনায়কের অপসারণ চাওয়াটা খুবই অসহিষ্ণুতার পরিচয় দেয়। কাল প্রাণপন চেষ্টার পরেও ব্যর্থতা স্বীকার করতে হলো নাইটদের। দ্বীপ দাশগুপ্ত শ্রী সন্থের মতো প্রাক্তনেরাও সমর্থকদের মত একই দাবি তুলেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top