নিউজ ডেস্ক, ৪ অক্টোবর,২০২০: সুযোগ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তারকাদের ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল তৈরি করার ঘটনা নতুন নয়। তবে এবার রাজ চক্রবর্তীর নামে ফেসবুকে ফেক প্রোফাইল বানিয়ে অভিনয়ে সুযোগ দেয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে বর্ণালী ঘোষ,রাজু নাথ ও দিপম কুন্ডুকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ।ঘটনার আঁচ পেয়ে শনিবার নিজেই কসবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরিচালক।ইতি মধ্যেই তাঁদের পিছনে কে আছে জানতে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। এ প্রসঙ্গে সতর্ক করতে রাজ চক্রবর্তী বলেন,”আমি ফেসবুকে কাউর সাথেই ব্যক্তিগত চ্যাট করিনা, সোশ্যাল মিডিয়ায় আমার সব অ্যাকাউন্ট ভেরিফাইড এবং টাকার বিনিময়ে আমাদের এখানে কোনো কাজ দেওয়া হয়না কাজ পেতে দরকার তোমাদের যোগ্যতা”।
