নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর,৪অক্টোবর,২০২০:
রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে “চায় পে চর্চা” কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূলের স্লোগান ও কালো পতাকা দেখানো হলো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মীদের। সূত্রের খবর, তমলুক ব্লকের গর্ভ ভীমা মন্দির সংলগ্ন এলাকায় “চায় পে চর্চা” কর্মসূচি তে যাওয়ার সময় হঠাৎই তৃণমূলের কর্মীরা তাকে দেখে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। তবে সেই শ্লোগানকে তোয়াক্কা না করে “চায় পে চর্চা” কর্মসূচির লক্ষ্যে এগিয়ে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও তার দলীয় কর্মীরা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,গোটা পশ্চিমবাংলায় খুন, ধর্ষণ চলছে,লুট, দুর্নীতি চলছে। তৃণমূলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করতে পারে না মানুষ।তিনি আরো বলেছেন, আমরা যখন গঙ্গার ধারে প্রাতঃভ্রমণে বেড়াই তখন আমাদেরকে কালো পতাকা দেখায় তাহলে বুঝতে হবে তাদের মাথা খারাপ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই তার ভাইদের কি অবস্থা হবে।প্রসঙ্গত কয়েক মাস আগে হলদিয়া ঝিকুরখালির ঘটনায় এক তৃণমূল নেতার নাম জড়িয়ে ছিল সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন পাড়ায় পাড়ায় এই রকম ঘটনা ঘটছে।তৃণমূলের লোকেরা ই করছে তার জবাব কে দেবে, সেখান থেকে দিদিমনির দৃষ্টি ফেরানোর জন্য রাস্তায় নেমেছি, দিদিমণি এখন ব্যাটিং করছে করুক তবে সাধারণ মানুষ সব বুঝে গিয়েছে, তৃণমূলের চোর চ্যাপ্টা, পকেটমার নিয়ে রাজনীতি করছে লোকসভার আগে এই রকম করে মানুষ তার যোগ্য জবাব দিয়েছ এবং আগামী দিনে আরও যোগ্য জবাব দিবে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।
