নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,৪ অক্টোবর,২০২০: বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বাজার এলাকা থেকে গ্রেপ্তার ২ কুখ্যাত বাইক ও তরল মাদক পাচারকারী । ছোট মোল্লা, তাজা ফর মোল্লা এই দুই দুষ্কৃতী বাড়ি হাড়োয়ার আটঘরা গ্রামে। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী তরল মাদক পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। পুলিশ খুঁজছিল তাঁদের। রবিবার ভোর রাতে হাড়োয়া বাজার এলাকা থেকে এদেরকে গ্রেফতার করে উদ্ধার হয়েছে ৫ লিটার তরল মাদক মোটরবাইক। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃত দুজনকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
