নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ অক্টোবর,২০২০: রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় নেমে মিছিল করছেন। কিন্তু আজকে এ রাজ্যের অত্যাচারিতা কবে শাস্তি পাবেন এই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ। রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে রবিবার কলকাতায় গাঁধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। সেই কর্মসূচিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করে ভারতী ঘোষ বলেন, এ রাজ্যের মহিলারা ধর্ষিত হলে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলে। কামদুনি কান্ডকে সাজানো ঘটনা বলেছিলেন। উত্তরপ্রদেশের অপরাধীরা তবু শাস্তি পেয়েছে। মহিলাদের সুরক্ষা দিতেই হবে বলে দাবি তুলেছেন ভারতী ঘোষ।
