নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৪ অক্টোবর,২০২০:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযান কর্মসূচী প্রকল্প ঘোষণার পর ৭২ মিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে। বহরমপুর হরিদাসমাটি অঞ্চলের কলাবেরিয়া প্রাইমারি স্কুল থেকে গঙ্গাধার পর্যন্ত ওই রাস্তার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুস্থানে উপস্থিত ছিলেন বহরমপুর বি ডি অভিনন্দন ঘোষ। বহরমপুরে কো -অর্ডিনেটর অরিত মজুমদার ও হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজা দাস। পাশাপাশি উদ্বোধনের পরে কলাবেরিয়া ঘাট ভাঙ্গন পরিদর্শন করছেন বি ডি ও অভিনন্দন ঘোষ মহাশয় ।
আরও পড়ুন… উদ্বোধনের শিরায় ফুলবাগান মেট্রো স্টেশন
তিনি জানিয়েছেন, রাস্তায় যে ভাঙ্গন দেখা যাচ্ছে অন্যান্য ব্লকের একইভাবে ভাঙ্গন হচ্ছে। দ্রুত এই পরিস্থিতি ঠিক হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।