নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ অক্টোবর, ২০২০ :মনীষ শুক্লার খুনের প্রতিবাদে আজ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরধ করেছে বিজেপি। ব্যারাকপুরে আজ ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ সফল করতে রাস্তায় বসে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালেও কার্যত তাঁদেরকে কিছুই করতে দেখা যায় নি। স্বভাবতই যান যন্ত্রণার স্বীকার হয়েছেন সাধারণ মানুষ।
অর্জুন ঘনিষ্ঠ নেতা মনিষ শুক্লার খুনের ১২ ঘণ্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি। তাই আজ সকাল থেকেই পুলিশকে ধিক্কার জানিয়ে কার্যত রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। কাকিনাড়া পানপুর মোড়ে অবরোধ করেছে বিজেপি কর্মীরা ।
আরও পড়ুন… বিজেপি নেতা মনীষ শুক্লার খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
টায়ার জ্বালিয়ে, রাস্তা আটকে, গাড়ি যেতে না দিয়ে অবরোধ করতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী পৌঁছালে নির্লজ্জ প্রশাসনের বিরুদ্ধেও ধিক্কার জানিয়েছে বিজেপি কর্মীরা।