নিউজ ডেস্ক, ৫ অক্টোবর, ২০২০ :দক্ষিণপূর্ব ফ্রান্স ও উত্তরপশ্চিম ইতালিতে ভয়ঙ্কর বৃষ্টি সাথে প্রবল হাওয়ার দাপট দেখা গিয়েছে।আগে থেকেই এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ছিল। সতর্কতাও সেই রকমই। সেভাবেই দক্ষিণপূর্ব ফ্রান্স ও উত্তরপশ্চিম ইতালি এই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে।
জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টি ও বন্যায় ইতালিতে মৃত্যু দু’জনের। ফ্রান্সে নিখোঁজ রয়েছেন আট জন। ফ্রান্স ও ইটালির পার্বত্য সীমান্ত এলাকার এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ আট জনের সন্ধানে এক হাজার দমকলকর্মী, চারটি হেলিকপ্টার ও সেনা নিয়োগ করেছেন ফরাসি কর্তৃপক্ষ। রবিবার ইতালি থেকে উদ্ধার হয়েছে বন্যায় ভেসে আসা দু’টি দেহ। ফ্রান্সের নিস শহরে বন্যায় ভেসে গিয়েছে বাড়িঘর। ভেঙে পড়েছে রাস্তাঘাট, সেতু। বন্যায় ফ্রান্সের দিকে একটি পার্বত্য গিরিপথে আটকে পড়া ২৫ জনকে এ দিন উদ্ধার করেছেন ইতালির দমকলকর্মীরা।
ফরাসি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রবিবার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সামলাতে সরকার পরিকল্পনা মাফিকই এগোবে।
আরও পড়ুন…বাংলা সারা বিশ্বকে পথ দেখাবে, বললেন মুখ্যমন্ত্রী
একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকছে বিশ্বের বিভিন্ন দেশগুলি।