নিউজ ডেস্ক, কলকাতা, ৬ অক্টোবর, ২০২০ :করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সুত্রের খবর, গতকাল রাত ১১ টা নাগাদ তাঁকে মধ্য কলকাতার বেলভিউয়ে হাসহাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।এরপরে চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি করোনা পরীক্ষা করালে মঙ্গলবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরই গতকাল রাতে হাসপাতালে বেড বুক করে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতাকে।
আরও পড়ুন… ডায়েট করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী
জানা গিয়েছে, আপাতাত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, ৮৫ বছর বয়সে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে করোনার থাবা বসিয়েছে।চিকিৎসায় মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে।