নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৬ অক্টোবর, ২০২০:এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে মনীশ শুক্লার খুনের সিসিটিভি ফুটেজ।সেই সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করেছে।
এবং মনীশ শুক্লার বাবা থানায় এফ আই আর দায়ের করলে সেই আফ আই এর ভিত্তিতে আরও ৭ জনকে আটক করেছে পুলিশ। আবারও জানিয়ে রাখছি , এখনো পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি স্করপিও গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছেন মনীশ। হঠাৎই তাঁর সামনে চলে আসে একটি বাইক। কেউ কিছু বোঝার আগেই চলে যায় গুলি। লম্বা দোহারা চেহারাটা নিয়ে মনীশ লুটিয়ে পড়েন গাড়ির পাদানির কাছে। অন্য দিকে মাস্ক পরা আততায়ীরা গুলি চালাতে চালাতে ডানলপের দিকে চলে যায়।এর পরেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের নাম খুররাম খান ও গোলাম শেখ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এদের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই প্রাণ গিয়েছে মনীশের। পাশাপাশি, এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মনীশ শুক্লার বাবা থানায় এফ আই আর দায়ের করলে সেই আফ আই এর ভিত্তিতে আরও ৭ জনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে মূল অভিযুক্তর তালিকায় রয়েছেন, প্রশান্ত চৌধুরী ও উত্তম দাস। এছারাও, নাজির খান, বাটুল, আরমান মণ্ডল, ভোলা প্রসাদের নাম জানা গিয়েছে।
আরও পড়ুন…কেন সিআরপিএফ দেওয়া হল না,কটাক্ষ ফিরহাদের, পাল্টা অর্জুনও
পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে, শ্রমিক সংগঠনের জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন মনীশ শুক্লা। সেই জায়গা থেকেই পথের কাঁটা সরানোর ছকে খুন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।