নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৬ অক্টোবর, ২০২০: আবারো গোষ্ঠী দন্ধ তৃণমূল কংগ্রেসে। বহরমপুরের ভাকুড়িতে তৃণমূলের বিরুদ্ধেই পোস্টার দিলেন তৃণমূলের কর্মীরা।
সোমবার সকালেই ভাকুড়ির নজরুল স্ট্যাচুর নিচে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কর্মীদের পোস্টার দেখা যায়।পোস্টারে পিকে ও নব্য কো অর্ডিনেটরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আদি তৃণমূল কর্মীরা। প্ল্যাকার্ডে লেখা, পিকের জেলা সমন্বয়কারী কে অবিলম্বে জেলা থেকে সরাতে হবে।
আরও পড়ুন…মনীশ শুক্লার খুনে ফাঁস সিসিটিভি ফুটেজ, গ্রেফতার ২, আটক ৭
এছারাও কো-অর্ডিনেটর করা মানে কি? তোলাবাজির ছাড়পত্র দেওয়া ছাড়া আবার কি? এই দাবি তুলে প্ল্যাকার্ড তুলতেও দেখা গিয়েছে আদি তৃণমূল কংগ্রেসে কর্মীবৃন্দদের।