নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ অক্টোবর, ২০২০: এবার পথে নামল বাম ও কংগ্রেস। উত্তর প্রদেশের হাথরস কাণ্ড ও মহিলাদের উপর অত্যাচার ও খুনের প্রতিবাদে মহানাগরির রাস্তায় ধিক্কার মিছিল করেছে বাম কংগ্রেস।
অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শিলিগুড়ি আইনজীবী সেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন।
বাম মিছিল ধর্মতলা থেকে লেডি ব্রেবোর্ন কলেজ পর্যন্ত গিয়েছিল।মিছিলে ছিলেন বিমান বসু , মনোজ ভট্টাচার্য, আবদুল মান্নান সহ বাম কংগ্রেস নেতৃত্ব।অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবি সহ হাতরাসের ঘটনার প্রতিবাদে তৃনমূল সেলের তরফে মিছিল ও বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন…টাটা শিল্প সহ কলকারখানা খোলার দাবিতে মানব বন্ধন বিজেপির
এদিন শিলিগুড়ি কোর্ট থেকে মিছিল বের করে হাসমিচক হয়ে, হিলকার্ট রোড পরিক্রমা করে এসে হাসমিচকে অবস্থান বিক্ষোভ করা হয়। এই মিছিলে পা মেলান পর্যটন মন্ত্রী গৌতম দেব।