নিজস্ব সংবাদ দাতা দিল্লি, ০৬ অক্টোবর, ২০২০ঃকেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধন আজ কোভিড-১৯ প্রতিরোধের জন্য আয়ুর্বেদ ও যোগ-নির্ভর চিকিৎসা পদ্ধতির ব্যবস্থাপনারএকটি জাতীয় খসড়া প্রকাশ করেছেন। ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে আয়ুষ দপ্তরেরস্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপাদ যশো নায়েক, নীতিআয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার এবং নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত বিভাগের সদস্য ডঃ ভি কে পাল উপস্থিত ছিলেন।
আয়ুর্বেদ ও যোগ চিকিৎসার মাধ্যমে কোভিড-১৯ রোগ প্রতিরোধের জন্য একটিআন্তঃবিষয়ক কমিটি গঠন করা হয়। আইসিএমআর – এর প্রাক্তন মহানির্দেশিক ডঃ ভিএম কাটোচ এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা সংক্রান্তবিভিন্ন তথ্য, যেগুলি পরীক্ষানিরীক্ষায় সাফল্য পাওয়া গেছে – সেগুলির ওপরভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করা হয়। এই প্রতিবেদনে বিভিন্ন ওষুধের উপকারিতা এবং সেগুলি রোগীদের ওপর প্রয়োগ করলে তার কোনও বিরূপ প্রভাব দেখা যায় কিনা – এসব তথ্য স্থান পেয়েছে। । ডঃ হর্ষবর্ধন বলেছেন, কোভিড-১৯ সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও আয়ুষ মন্ত্রকের পরামর্শগুলির ওপরগুরুত্ব দিচ্ছেন। এই খসড়াটি শুধুমাত্র কোভিডপ্রতিরোধের পরামর্শই দিচ্ছেনা, বর্তমান সময়ের নানা সমস্যার মোকাবিলা করার জন্যও এখানে উল্লিখিত চিরাচরিত পদ্ধতিগুলি অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি এ প্রসঙ্গে বলেন, সাধারণ আয়ুর্বেদিক জরিবুটি এবং গুলঞ্চ, অশ্বগন্ধা, আয়ুষ-৬৪ লক্ষণহীন বা কম লক্ষণযুক্ত রোগীদের ওপর ভালো কাজ করছে। মন্ত্রী এ প্রসঙ্গে জানান, শ্রী হরবিলাস শার্দার হিন্দু ওষুধ সংক্রান্তপুস্তিকাটি আয়ুর্বেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান। বৈদিক যুগে অথর্ব বেদে আমরা আয়ুর্বেদের সন্ধান পাই। যে বিজ্ঞান ভারত থেকে পারস্য হয়েইউরোপে গিয়েছিল, সেই বিজ্ঞান-ই আধুনিক ওষুধ ব্যবস্থার মূল ভিত্তি।দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর আমাদের দেশে আয়ুর্বেদ নিয়ে বেশি চর্চা হয়নি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথম আয়ুর্বেদের প্রয়োজনীয়তার কথা সকলের সামনে তুলে ধরেন। এই বিল জামনগরের আয়ুর্বেদ প্রতিষ্ঠানগুলিকে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থার মর্যাদা দিয়েছে।
আরও পড়ুন… ভারত কৃত্রিম মেধার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠবে
সর্বসম্মতভাবে এই বিল পাসের মাধ্যমে প্রচলিত ওষুধের বিষয়ে মানুষের উৎসাহযে বৃদ্ধি পাচ্ছে, সেটি প্রতিফলিত হয়েছে। এই অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কাটোচ, স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ সহ আয়ুষমন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন