নিউজ ডেস্ক, ৭ অক্টোবর,২০২০ :মন্থর ওভার রেটের জন্য রাজস্থান রয়ালসের স্টিভ স্মিথসকে ১২ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কারন মঙ্গলবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচ ছিল রাজস্থান রয়ালসের।
সেখানেই, ওভারের রেট ছিল কম। সময়মতো ২০ ওভারের কোটা শেষ করতে পারেনি রাজ্যস্থান। তাই রাজস্থানের এই ভুলের জন্য স্মিথের জরিমানা হয়েছে ১২ লাখ টাকা।
আরও পড়ুন…জামিন পেলেন রিয়া চক্রবর্তী
প্রসঙ্গত, কালকের ম্যাচে রাজস্থান রয়ালসকে মুম্বই ইন্ডিয়ানস ৫৭ রানে হারিয়ে দিয়েছে। সবমিলিয়ে ৬টি ম্যাচের ৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ানস।