নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ অক্টোবর,২০২০: গতকাল ভোর রাতে এটিএম ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটে নিউটাউনের নরেন্দ্র নগর মনিখোলা এলাকায়। গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙ্গা হয়। সিসিটিভি ভেঙে এটিএম এর ভিতরে ঢোকে দুস্কৃতিরা। প্রায় সবকটা সিসিটিভি অকেজো। সকালে ঘটনাস্থলে নারায়ণ পুর থানার পুলিশ আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন এসিপি রাজারহাট পরেশ রায়, ডিসি নিউটাউন বিশপ সরকার।
আরও পড়ুন…গৃহকর্তীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
ব্যাঙ্ক সূত্রে খবর, সকালবেলায় ব্যাংক খুলতে এসে দেখে এটিএম কাউন্টার ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার তদন্তে নারানপুর থানার পুলিশ।