নিজস্ব সংবাদ দাতা ৭ অক্টোবর ২০২০ :বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আজ ডেপুটেশন কর্মসূচীকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। সূত্রের খবর ডেপুটেশন জমা দেওয়ার আগেই পুলিশের সামনেই ধস্তাধস্তি এবং বোমাবাজি শুরু হয় সিউড়ি থানা এলাকায় ।
বুধবার বীরভূম জেলার ২৪টি থানায় এই কর্মসূচীকে কেন্দ্র করে বচসা শুরু হয় সমর্থকদের এই ঘটনায় বহু বিজেপির কর্মীরা আহত হয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় এক বিজেপি কর্মী তৃনমূলের বিরুদ্ধে কটাক্ষের সুরে বলেন পারুই এলাকা এখন তৃনমূলের বোমাবাজির আঁতুড় ঘরে পরিণত হয়েছে।
আরও পড়ুন… স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ধুনকর শিল্পী
এদিন একই ছবি দেখা যায় পারুই থানার সামনেও। এই ঘটনার পরেই ডেপুটেশন জমা দেওয়ার কারনে বিজেপির এক কর্মীর বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে।