নিউজ ডেস্ক ৮ অক্টোবর কলকাতা :বেশ কিছু মাস আগেই রাজ শুভশ্রীর মত মা হয়েছেন কোয়েল মল্লিক। সবাই ভেবেছিলেন আর হয়তো দর্শক আসনে বসে কোয়েলের ছবি দেখা হবেনা। তারউপরে করোনায় পাল্টে গেছে সব কিছুর ছবিই।
এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল সৌকর্য ঘোষালের “রক্ত রহস্যের ”ট্রেলার। মুখ্য চরিত্রে স্বর্ণজার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিক কে। এর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তী, ঋতব্রত ও শান্তিলাল মুখোপাধ্যায়। চরিত্রে অভিনয়ের স্বার্থে সদ্যোজাতকে কোলে নিয়ে কোয়েল মল্লিকের শেয়ার করা ছবি দেখেই চমকে গেছিল সোশ্যাল মিডিয়া। এপ্রসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক জানান, স্বর্ণজা খুবই নরম মনের মেয়ে। কখনও কাউকে তার দুঃখের কথা জানতে দেয়না। দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের! এভাবে দুঃখের সাথে লড়াই করতে গিয়ে বিপদে জড়িয়ে একমাত্র ছেলেকেও হারিয়ে ফেলে সে” ।
আরও পড়ুন… করোনা সংক্রমণ বাড়ায় চিন্তার মুখে স্বাস্থ্য মন্ত্রকগন
গল্পের ঘটনা বিশ্লেষণের পাশাপাশি পরিচালক তথা চিত্রনাট্যকার সৌকর্য ঘোষালের সুনাম ও করেছেন। কোয়েল মল্লিক সব নারীদের স্বর্ণজা হয়ে উঠতে অনুরোধ জানিয়েছে।