নিউজ ডেস্ক ৮ অক্টোবর ২০২০ কলকাতাঃ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্বপ্নের বোলিংইয়ে নাইটদল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। ১৬৮ রানকে তাড়া করতে নেমে ইনিংসের ১৫ ওভারের পরই রাশ ছেড়ে দিলেন নাইটদের হাতে।
একের পর এক উইকেট হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে পৌঁছে দিল তাদের। এদিনের ম্যাচ আগের দিনের তুলনায় পরিবর্তন করা হয়। ১৮তম ওভারে ম্যাচের মোড় ঘোরালেন আন্ধ্রে রাসেল। কারানের উইকেট নিয়ে দলকে জেতাতে মুখ্য ভূমিকায় দেখা যায় মাসেল রাসেল কে। ১২৯ রানে ধোনি ও কারানের উইকেট যাওয়ার পরেই ক্রমশ ম্যাচ থেকে পিছু হটতে থাকে চেন্নাই।
আরও পড়ুন… পুজোর মরসুমে “স্বর্ণজা নারীর কাহিনীতে কোয়েল মল্লিক
হারা ম্যাচ অবিশ্বাস্য ভঙ্গিতে জিতে নেওয়ায় অধিনায়ক দীনেশ কার্ত্তিককেও সমালোচনা থেকে মুক্তি দিয়েছে বলেই আশা করা যায়। খেলা শেষের পর নাইটদের জয় দেখে স্বস্থির হাসি হাসলেন কিং খান।