নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৮ অক্টোবর, ২০২০: গতকাল বিজেপির থানায় থানায় ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পাঁড়ুই। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অভিযোগ উঠেছিল। এরপরেই ঘটনার তদন্তে নামে পাঁড়ুই থানার পুলিশ।
তদন্ত চলাকালীনই পুলিশের তরফ থেকে দুই পক্ষের চারজন করে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন বিজেপির বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সামাদ।
বিজেপি নেতা শেখ সামাদ সহ ধৃত আটজনকে বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে তোলা হয়ছে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল ফের একবার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “ব্রিটিশ আমলেও এমন প্রশাসন ছিল না, যে প্রশাসন এখন তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি।
আরও পড়ুন…ট্রান্সফার রিলিজ না পাওয়ার অভিযোগে ধর্নায় বসেছেন নার্সরা
পুলিশকে এইভাবে মিথ্যা কেস দিয়ে আমাদের গ্রেফতার করার দরকার নেই। গতকালকের ঘটনার পর থেকেই বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে । উভয় পক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি ধরা পরেছে।