বাংলার রাজনীতির ইতিহাসে কালো দিন, মন্তব্য তেজস্বীর

বাংলার রাজনীতির ইতিহাসে কালো দিন, মন্তব্য তেজস্বীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ অক্টোবর ,২০২০:বাংলার রাজনিতির ইতিহাসে আজকে কালো দিন। গনতন্ত্রকে খুন করা হয়েছে।

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচীর পরে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করছেন সর্ব ভারতীয় বিজেপি যুব সভাপতি তেজস্বী শৌর্য।পাশাপাশি তিনি বলেছেন,  সিন্ডিকেট ও কাটমানির জন্য বাংলায় বেকারত্ব বাড়ছে। ঘন নীল ক্যামিকেল যুক্ত জল দিয়েছিল পুলিশ। যা আইনের বিরুদ্ধে।খুবই শান্তিপূর্ণ মিছিল ছিল। কিন্তু মমতার পাপেট পুলিশ সরকার। তাঁরা আইনের বিরুদ্ধে গিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন করতে বাঁধা দেওয়া হয়েছে। কমপক্ষে ১ হাজারের বেশি বিজেপি কর্মীরা ক্ষতিগ্রস্ত হএয়ছেন।

আরও পড়ুন..মুখ্যমন্ত্রী ভয় পেয়েছন, দাবি দিলীপের

হাসপাতালে ভর্তি হয়েছেন প্রথম সারির বিজেপি নেতারা। তবে খুব তাড়াতাড়ি বাংলার এই কালো দিনের ইতি ঘটবে। অন্ধকার সরবে, সূর্য উঠবে, পদ্ম ফুটবে।  এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় বিজেপি যুব সভাপতি তেজস্বী শৌর্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top