নিজস্ব সংবাদদাতা ৮ অক্টোবর ২০২০ঃ কোভিড নিয়ে একেরপর এক বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে । কখনও কখনও ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে নিচ্ছে ফেসবুক ও টুইটার।
বুধবার সল্টলেক সিটিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সের সঙ্গে সরকারি নীতি নিয়ে জোর তর্ক হয় তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের। তিনি বলেন, “চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্রতিষেধক নেব আমি। প্রতিষেধক নেওয়ার জন্য লাইনের সামনেই থাকব। কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রতিষেধক নিতে যাওয়ার প্রশ্নই ওঠেনা”। করোনা পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ ট্রাম্প ।
আরও পড়ুন… বাংলার রাজনীতির ইতিহাসে কালো দিন, মন্তব্য তেজস্বীর
তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন মার্কিন যুক্ত রাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ।তাদের মতে আগামী বছরের শেষের দিকে আসতে পারে প্রতিষেধক।