নিউজ ডেস্ক, কলকাতা, ৯ অক্টোবর, ২০২০: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা কমছে। ওঠানামা করছে রক্তচাপ। আপাতত তাঁকে আই টি ইউ তে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ৬ই অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পয়লা অক্টোবর, তাঁরএখনো পর্যন্ত শেষ শুটিং ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তাঁর বায়োপিক ‘অভিযান’। এরপরেই অভিনেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরেই বিশেষ বোর্ড বসিয়ে অভিনেতার চিকিৎসা চলছে।
