নিউজ ডেস্ক ১০অক্টোবর,২০২০: সেলিব্রিটি দের রোজকারের জীবন যাপন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।
তারা কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি পড়ছেন সব কিছু নিয়ে পান থেকে চুন খসলেই পড়তে হচ্ছে ট্রলিংয়ের মুখে।সম্প্রতি ইরা খানকে ট্যাটু করার জন্য ট্রোলিংয়ের মুখে পড়তে হল। ট্যাটু আঁকা শেখার পর প্রথম ট্রেনারের হাতে ট্যাটু আঁকা ছবির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ব্যঙ্গ বিদ্রুপ ধেয়ে আসতে থাকে তার দিকে। কেউ কেউ আবার তাকে কটাক্ষ করে বলেন,”এই কাজ ইসলাম বিরোধী। সে একজন মুসলিম হয়ে এসব কাজ করতে পারেনা”। নেটিজেনদের এই সকল কথায় অবশ্য কর্ণপাত করেনি ইরা। সব উড়িয়ে দিয়ে পাল্টা উত্তরে বলেন,”তার লক্ষ্য পূরণের তালিকার পাঁচ নম্বরটা পূরণ করতে পেরে তিনি খুবই খুশি।

কেরিয়ার এ এগিয়ে যাওয়ার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন তিনি”।