পর্যটকদের জন্য খুলল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস

পর্যটকদের জন্য খুলল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাদাতা, উত্তর দিনাজপুর, ১০ অক্টোবর, ২০২০ :পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস রায়গঞ্জ কুলিক বার্ড স্যাঞ্চুয়ারী । রাজ্য বন বিভাগের নির্দেশে সমস্ত রকম করোনা বিধিকে মান্যতা দিয়ে খুলে দেওয়া হয়েছে পরিযায়ী পাখিদের কুহু কুজনে ভরা কুলিক পক্ষীনিবাস। তবে মানতে হবে করোনার সমস্ত স্বাস্থ্য বিধি।

করোনা সংক্রমণের জেরে গত ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস। দীর্ঘ সাত মাস বন্ধ রাখার পর উপযুক্ত করোনা বিধি মেনে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাস।  রায়গঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে কুলিক নদীর ধারে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এশিয়ার বৃহত্তম এই পক্ষীনিবাসে প্রতিবছর জুন জুলাই মাসে হাজার হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখিরা এসে ভীড় জমায় এই কুলিক পক্ষীনিবাসে। ওপেন বিল স্টক, নাইট হেরন,  ইগ্রেট, করমোরেন্ট এই চার প্রজাতীর পরিযায়ী পাখিরা এখানে এসে সঙ্গী নির্বাচন করে কুলিক অরন্যের গাছে গাছে বাসা বাঁধে, শাবকের জন্ম দেয়। ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এইসব পরিযায়ী পাখিরা ফিরে যায় যেখান থেকে তারা আসে।

আরও পড়ুন…ব্যাংকের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

করোনার কারনে দীর্ঘ সাতমাস ধরে কুলিক পক্ষীনিবাস বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বন দপ্তর ও পর্যটন বিভাগ। তবে পূজোর আগেই কুলিক পক্ষীনিবাস খুলে দেওয়ায় খুশীর হাওয়া পর্যটক মহলে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top