নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,১০ অক্টোবর, ২০২০:এবার বারাসাতে গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।জানা গিয়েছে, এমন ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষকের বাড়ি ভাঙচুর করেছে।
সুত্রের খবর, শুক্রবার রাতে বারাসত পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় শিক্ষক বিপুল চন্দ্র দাস।নাবালিকার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক বিশেষ কাজের কথা বলে ডেকে নিয়ে যায় নাবালিকাকে, তারপর বিপুল ও আর এক ব্যক্তি মিলে তার উপর নির্যাতন চালায়।
আরও পড়ুন…করোনার জেরে অনশ্চিয়তায় ত্রিপুরার ঢাকি শিল্পীরা
এই ঘটনা ওই নির্যাতিতা পরিবারকে জানায়।তারপর প্রতিবেশীরা জানতে পারলে চড়াও হয় ওই শিক্ষকের বাড়ি।ভাঙচুর চালানো হয় শিক্ষকের বাড়িতে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত শিক্ষককে।