নিজস্ব সংবাদদাতা ১১অক্টোবর ২০২০:উত্তর ২৪পরগণা:বারাসাত হৃদয়পুরে ডি ওয়াই এবং আই র তরফ থেকে জনতা বাজারে ব্যবস্থা করল সপ্তাহের দুদিন।

অগ্নি মূল্য সব্জী বাজার,মানুষ বাজারে গিয়ে মাথা ঘুরে যাওয়ার উপায়,সেখানে ডি ওয়াই এফ আই হৃদয়পুর ইউনিটের ব্যবস্থাপনায় জননেতা সুভাষ চক্রবর্তী স্মরণে এই জনতা বাজারের ব্যবস্থা করেছে।চাষিদের কাছ থেকে সব্জী কিনে সরাসরি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে,ফলে বাজার থেকে প্রতিটি সব্জির দাম অনেকটাই কম। ডি ওয়াই এফ আই এর তরফ থেকে জানানো হয় যে কাজ সরকারের করার কথা সেই কাজ বাম যুব সংগঠন করে দেখিয়ে দিচ্ছে কেন্দ্র রাজ্য দুই সরকার কে।শনিবার বিকেলে । এই জনতা বাজার উদ্বোধন করেন প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী। আপতত শনি আর রবিবার এই জনতা বাজার চলবে বলে জানায়। সাধারণ মানুষ এতে অনেকটাই উপকৃত হবে বর্তমান পরিস্থিতিতে।