নিউজ ডেস্ক ১২অক্টোবর ২০২০:বার বার সমস্যায় পরছে অংশুমান প্রত্যুষ পরিচালিত “বাজি” ছবির শুটিং। শুটিংয়ের জন্য ইতিমধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছেন জিৎ এবং মিমি চক্রবর্তী।

পরবর্তী পর্যায়ে পাড়ি দেওয়ার কথা ছিল বিশ্বনাথ বসু সহ প্রদীপ ধরের। সেইক্ষেত্রেই ঘটলো বড় বিপত্তি। শুটিংয়ের প্রটোকল অনুযায়ী লন্ডনে পাড়ি দেওয়ার আগে করোনা টেস্ট করা হয় অভিনেতাদের আর সেখানেই প্রদীপ ধরের রিপোর্ট পজেটিভ আসায় পাড়ি দেওয়া হলোনা তার। তবে রবিবার চিকিৎসকের কথা মতো দ্বিতীয় বার করোনা টেস্ট করা হলে মৌখিক ভাবে খবর আসে রিপোর্ট নেগেটিভ। “খাতা কলমে রিপোর্ট না পাওয়া পর্যন্ত লন্ডন যাওয়ার কোনো প্রশ্নই উঠছেনা ” এমনটাই জানিয়েছেন প্রদীপ ধর। নতুন করে আবার সব কিছুর শিডিউল সাজাচ্ছেন প্রযোজনা সংস্থার তরফের গোপাল মদনানি।